ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে জাতীয় ইয়ুথ সামিট অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশের তরুণদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক কর্মশক্তিতে এগিয়ে নিতে সম্প্রতি বাংলা একাডেমিতে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ইয়ুথ সামিট। ব্রিটিশ কাউন্সিলের তরুণকেন্দ্রিক প্রকল্প প্রডিজি (প্রোমোটিং ডেমোক্রেটিক ইনক্লুশন অ্যান্ড গভর্ন্যান্স থ্রু ইয়ুথ)-এর অধীনে সামিটটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। অনুষ্ঠানে কুইন্স ইয়াং লিডার’স ২০১৬ বিজয়ী ও অ্যাকটিভ সিটিজেন সদস্য ওসামা বিন নূর তার ভাবনা ও সফল হওয়ার কাহিনি সবার সামনে তুলে ধরে উপস্থিত তরুণ তরুণীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম। অনুষ্ঠানে কুইন্স ইয়াং লিডারস ২০১৬ বিজয়ী ও অ্যাকটিভ সিটিজেন সদস্য ওসামা বিন নূর তার ভাবনা ও সফল হওয়ার কাহিনী সবার সামনে তুলে ধরেন।

বারবারা উইকহ্যাম বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল বিশ্বাস করে খুব অল্প সময়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। দেশটির উন্নয়নের সকল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আমাদের আশাবাদের প্রধান চালিকাশক্তি হলো বাংলাদেশের তরুণ প্রজন্ম। তারা বাংলাদেশকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।’ বৃহত্তর সম্প্রদায়ের সঙ্গে তরুণদের যুক্ত করার ক্ষেত্রে প্রডিজি ৫৪০ জন তরুণকে জ্ঞান ও দক্ষতা উন্নয়নে কাজ করছে।

এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।