ফিলিপাইনে আড়াই শতাধিক যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ
ককপিটে সন্দেহজনক ধোঁয়া দেখা যাওয়ায় আড়াই শতাধিক যাত্রীবাহী ফিলিপাইন এয়ারলাইনের একটি বিমান রাজধানী ম্যানিলায় জরুরি অবতরণ করেছে। শনিবার উড্ডয়নের ১০ মিনিটের মাথায় ককপিটে ধোঁয়া দেখার পর পাইলট বিমানটি জরুরি অবতরণ করেন।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এয়ারবাস-এ৩৪০ বিমানটি আকাশে ১০ মিনিট ওড়ার পর পাইলট জরুরি অবতরণের ঘোষণা দেন। এরপরেই বিমানটি ম্যানিলা বিমানবন্দরে ফিরে আসে।
ফিলিপাইনের জাতীয় দৈনিক ইনকোয়ারার এক প্রতিবেদনে বলছে, ২৫৪ আরোহী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে যাত্রীদের নামিয়ে ওই বিমানে তল্লাশি চালিয়েছে ম্যানিলা বিমানবন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে বিমানের ককপিটে কেন ধোঁয়া দেখা গেছে সেবিষয়ে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
এসআইএস/আরআইপি