স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের নির্দেশ


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

দেশের মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে সকল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিত। জনগণ যেন উন্নত ও আধুনিক চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হলে হাসপাতাল ব্যবস্থাপনার মান বাড়ানোর দিকে সবাইকে নজর দিতে হবে।

যথা সময়ে স্বচ্ছতার সঙ্গে স্বাস্থ্যখাতের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন মন্ত্রী নাসিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় স্বাস্থ্যখাতে যে সাফল্য এসেছে তাকে আরো ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। একটি জনগণবান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হলে এ খাতের কোনো অংশে অনিয়ম ও গাফিলতি মেনে নেয়া যাবে না।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।