বিরল রোগী আব্বাসকে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি

মাহাবুর আলম সোহাগ
মাহাবুর আলম সোহাগ মাহাবুর আলম সোহাগ , সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি ইনচার্জ)
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮

বিরল রোগে আক্রান্ত মাদারীপুরের রাজৈর উপজেলার ১৩ বছরের কিশোর আব্বাস শেখকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল নয়টায় আব্বাসকে নিয়ে তার বাবা রাজ্জাক শেখ মাদারীপুর থেকে ঢাকায় আসেন। বেলা সাড়ে তিনটায় তারা হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপ-পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা তৎক্ষণাৎ আব্বাসের চিকিৎসা শুরুর নির্দেশ দেন।

abbas

এরপর দুপুর সাড়ে তিনটায় হাসপাতালের সার্জারি বিভাগের তাকে ভর্তি করা হয়। বর্তমানে সে জেনারেল সার্জন সহযোগী অধ্যাপক ডা.এ.কে.এম রুহুল আমীনের অধীনে ১০০৭নং কেবিনে চিকিৎসাধীন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা সুব্রত মণ্ডল।

abbas

তিনি জানান, আব্বাসের রোগ নির্ণয়ের জন্য ইতোমধ্যে সমস্ত প্রকার নমুনা সংগ্রহ করা হয়েছে। আব্বাসকে তার কেবিনে দুপুরের খাবারও দেয়া হয়েছে। এসময় আশেপাশের লোকজন আব্বাসকে দেখতে আসেন।

abbas

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান রাজু বলেন, আব্বাসের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার নিরীক্ষার পর জানা যাবে তার কি রোগ হয়েছে।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।