বুদ্ধ পূর্ণিমার ছুটিতেও বিএসএমএমইউতে সেবা প্রদান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৬ মে ২০২০

বুদ্ধ পূর্ণিমার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে দুস্থ রোগীদের সেবা দেয়া হয়েছে।

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৩২৩ রোগীকে সেবা দেয়া হয়। এর মধ্যে ২৯৫ রোগীর করোনাভাইরাস টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এনিয়ে আজ পর্যন্ত ছয় হাজার ৩৯৬ রোগীর নমুনা সংগ্রহ করা হয়। স্যাম্পল পরীক্ষার ফলাফল সঙ্গে সঙ্গে আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে।

অন্যদিকে ফিভার ক্লিনিকে এখন পর্যন্ত ছয় হাজার ৯৮৭ রোগীকে সেবা দেয়া হয়েছে। ফিভার ক্লিনিকে সেবা প্রদান ও করোনা শনাক্তকরণ টেস্ট ছাড়াও সাপ্তাহিক ও সরকার ঘোষিত বাৎসরিক ছুটির দিন ব্যতীত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে বিভিন্ন বিভাগের উদ্যোগে চিকিৎসাসেবা প্রদান ও রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, বছরের সকল দিন নিরবিচ্ছিন্নভাবে জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, হেল্প লাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও প্রদান করা হচ্ছে।

এমইউ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।