করোনা পরীক্ষা করিয়েছেন চার লাখ ২৮ হাজার বিদেশগামী যাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

মহামারি করোনাকালেও বিদেশগামী যাত্রীর কমতি নেই। ১৫ জানুয়ারি পর্যন্ত সর্বমোট চার লাখ ২৮ হাজার ৮৬জন বিদেশগামী যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য দুই হাজার ৮০৭জনের নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, চার লাখ ২৮ হাজার ৮৬জনের নমুনার মধ্যে বিভিন্ন সিভিল সার্জন অফিসের মধ্যে ঢাকায় সর্বোচ্চ দুই লাখ ৪৮ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া বরিশালে এক হাজার ১২৮জন, চট্টগ্রামে ৮০ হাজার ৯৮জন, কক্সবাজারে চার হাজার ৪৫০জন, কুমিল্লায় ২৬ হাজার ১৬০জন, নারায়নগঞ্জে পাঁচ হাজার ৮১৭জন, খুলনায় ৯ হাজার ৫২৬জন, কুষ্টিয়ায় ৩ হাজার ৬৬জন, ময়মনসিংহে ২ হাজার ৭৮৪জন, বগুড়ায় ১ হাজার ৫৫১জন, রাজশাহীতে ৪ হাজার ১৭৫জন, দিনাজপুর ৯১৫জন, রংপুরে ৯০২জন, সিলেট ২৮ হাজার ৮২৭জন এবং নোয়াখালীতে ৯ হাজার ৯১০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এমইউ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।