চলমান লকডাউনের সুফলও শিগগিরই পাওয়া যাবে : বিএসএমএমইউ ভিসি
চলমান লকডাউনের সুফলও শিগগিরই পাওয়া যাবে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘লকডাউনের সময়সীমা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো অত্যন্ত যৌক্তিক ও প্রয়োজনীয়।’ সেইসাথে চলমান লকডাউনের মাঝেও বিভিন্ন অলি-গলি, বাজার, প্রতিষ্ঠান যেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।
মঙ্গলবার (২০ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘লকডাউন দেয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। কোভিড ১৯-জনিত সংক্রমণ ও মৃত্যুহার আরও বৃদ্ধি পেত।’
এদিকে, বুধবার ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজ কার্যালয়ে তিনটি গুরুত্বপূর্ণ সভা করেন।
আইকিউসি-এর সভায় স্বাস্থ্য শিক্ষা, সেবা, প্রশিক্ষণ, ক্লাসরুম, আবাসন ইত্যাদি বিষয় নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য প্রস্তাব করা হয় এবং উপাচার্য এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার কথা উল্লেখ করেন। ডা. মিল্টন হলে কলসালটেন্ট ও মেডিক্যাল অফিসারদের সঙ্গে সভায় অংশ নিয়ে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এমইউ/এসএস/জিকেএস