চলতি সপ্তাহের পর করোনা টিকা একেবারেই ফুরিয়ে যাবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৩ মে ২০২১
ফাইল ছবি

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, চলতি সপ্তাহের পরে করোনার দ্বিতীয় ডোজের টিকা একেবারেই ফুরিয়ে যাবে। পরবর্তী টিকার চালান না আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রোববার (২৩ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকা সংগ্রহের জন্য চেষ্টা করছে সরকার। তাদের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে বাড়তি টিকার মজুত রয়েছে, তা বিভিন্নভাবে সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এসব ব্যাপারে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী, কোনো না কোনোভাবে এ উৎসগুলো থেকে চাহিদা মোতাবেক টিকা সংগ্রহ করতে পারবো। কিন্তু তারপরও হয়তো ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে বিলম্ব হবে। আশা করা যায়, আগামী ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যেই টিকা পেয়ে যাবেন তারা।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।