করোনা শনাক্ত ফের ৩ শতাংশের ওপরে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৪ অক্টোবর ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। গতকাল (রোববার) প্রায় সাড়ে ছয় মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামে। এর একদিন পরই তা আবার বাড়লো।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৭৯৪ জন রোগী শনাক্ত হয়।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ আটজন ও নারী ১০ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে।

এমইউ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।