২৪ ঘণ্টায় করোনায় তিন বিভাগে মৃত্যু নেই
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী ১২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকায় আটজন, চট্টগ্রামে আটজন, খুলনা দুজন, রংপুরে দুজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়। অন্য বিভাগগুলোর মধ্যে রাজশাহী, বরিশাল ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বুধবার (৬ অক্টোবর) পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৫ জনে।
আট বিভাগের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ১২ হাজার ৪৫ জন, চট্টগ্রামে পাঁচ হাজার ৬০৭ জন, রাজশাহীতে দুই হাজার ২৯ জন, খুলনায় তিন হাজার ৫৬৯ জন, বরিশালে ৯৩৭ জন, সিলেটে এক হাজার ২৫৭ জন, রংপুরে এক হাজার ৩৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮৩৫ জন মারা গেছেন।
এমইউ/এএএইচ/জিকেএস