২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়।
এ সময়ে বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৮ অক্টোবর) মারা যাওয়া ২৭ হাজার ৭৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ হাজার ১১৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৬৩৫ জন, রাজশাহীতে ২ হাজার ৩৬ জন, খুলনায় ৩ হাজার ৫৮৫ জন, বরিশালে ৯৪৩ জন, সিলেটে ১ হাজার ২৬১ জন, রংপুরে বিভাগে ১ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহে ৮৪১ জনের মৃত্যু হয়।
এমইউ/এমএইচআর/এএসএম