করোনায় মৃত্যু বেড়েছে ডায়াবেটিস-উচ্চরক্তচাপ রোগীদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৫ অক্টোবর ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের তুলনায় কমেছে মৃত্যু। তবে এ ভাইরাসে কো-মরবিডিটিজনিত (ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন জটিল ব্যাধিতে আক্রান্ত) রোগীর মৃত্যু বেড়েছে।

এপিডেমিওলজিক্যাল ৪২তম সপ্তাহে (১৮-২৪ অক্টোবর পর্যন্ত) ৫৫ জনের মৃত্যু হয়। আগের এপিডেমিওলজিক্যাল সপ্তাহে করোনায় মৃতের সংখ্যা ছিল ৮০ জন। ৪১তম সপ্তাহের তুলনায় ৪২তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে কো-মরবিডিটিজনিত মৃত্যু ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে।

সোমবার (২৫ অক্টোবর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪১তম সপ্তাহে মোট মৃত ৮০ জনের মধ্যে ডায়াবেটিস রোগী ছিলেন ৪১ দশমিক ৩ শতাংশ। আর উচ্চরক্তচাপে আক্রান্ত হয়ে মৃতের হার ৩৬ দশমিক ৩ শতাংশ।

এছাড়া ৪২তম সপ্তাহে মৃত ৫৫ জনের মধ্যে ৭১ দশমিক ৪ শতাংশ ডায়াবেটিসে ও ৬৮ দশমিক ৬ উচ্চরক্তচাপের রোগী মারা যান।

এছাড়া মৃতদের মধ্যে বক্ষব্যাধি, হৃদরোগ, কিডনি, লিভার এবং নিউরোলজিক্যাল রোগীও ছিলেন।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।