শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ৩০ অক্টোবর ২০২১
ফাইল ছবি

২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসের শনাক্তের হার কমেছে। সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি। এতে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় রোগীর মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ। তার আগের দিন (২৭ অক্টোবর) শনাক্তের হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ, তার আগের দিন (২৬ অক্টোবর) ১ দশমিক ৫৩ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আরও আটজনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুইজন। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৬২ জনে।

এমইউ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।