২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত এ দুজনই চলিশোর্ধ্ব নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জন।

২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন ঢাকার ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এই সময়ে কোনো পুরুষ রোগীর মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ, আর নারী রয়েছেন ১০ হাজার ৬২ জন।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ। এখন পর্যন্ত বিশ্বে ৫০ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়ে এই ভাইরাস।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।