২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য ঢাকাসহ ৫ বিভাগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৪ নভেম্বর ২০২১
ফাইল ছবি

দেশে ক্রমেই কমছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। তবে, এ দিন দেশের আট বিভাগের মধ্যে ঢাকা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর ২৪ নভেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ২০০ জন। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬৭৯ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৫০ জন,খুলনা বিভাগে ৩ হাজার ৬০৬ জন, বরিশাল বিভাগে ৯৪৬ জন,সিলেট বিভাগে ১ হাজার ২৭০ জন ও রংপুর বিভাগে ১ হাজার ৩৬৬ জন মারা গেছে।

এমইউ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।