চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আটজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৪৫৩ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূণ্য দশমিক ৪৮ শতাংশ। আবার শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, চটগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন এবং মেডিকেল হাসপাতাল ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এমকেআর/জিকেএস