২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই সাত বিভাগে
দেশে ক্রমেই কমছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের। বাকি সাত বিভাগে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ। সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১০৫ জনে। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হন ২৫৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এমইউ/আরএডি/এএসএম