করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৫৬

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৩ এপ্রিল ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এর ফলে মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ১২২ জনে।

একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

রোববার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫৯৬ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭০৯৯ জনের নমুনা সংগ্রহ করে ৭০৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ১ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।