প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশ ভেরিকোস ভেইনে ভুগছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

দেশে ২০ কোটি জনগোষ্ঠীর মধ্যে ১০ কোটি প্রাপ্তবয়স্ক। যাদের ৩০ শতাংশ অর্থাৎ ৩ কোটি ভেরিকোস ভেইন বা আঁকা-বাঁকা শিরা (রক্তনালী) রোগে ভুগছেন। তাদের ১ শতাংশ অর্থাৎ তিন লাখ সিস্টেমেটিক ভেরিকোসে আক্রান্ত। সময়মতো রোগ শনাক্ত না হওয়া এবং চিকিৎসা অবহেলায় হাত-পা বিকল হয়ে অনেকে অকালে পঙ্গুত্ববরণ করছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত ‘অ্যাডভান্সড ম্যানেজমেন্ট অব ভ্যারিকোস ভেইন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বিশেষজ্ঞরা জানান, ভেরিকোস ভেইন রক্তনালীর একটি সাধারণ রোগ। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তির পায়ের শিরাগুলো চামড়ার নিচে ফুলে ওঠে। বাইরে থেকে আকাঁ-বাঁকা মনে হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নিলে আক্রান্ত স্থানের চারপাশ কালো হওয়া, আক্রান্ত স্থানে আলসার, পায়ের চামড়া শক্ত হওয়া, আকস্মিক রক্তপাত, রক্তনালী বন্ধ বা থমব্রোসিস সমস্যা হতে পারে। পরে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপতালে রোগটির চিকিৎসা কাটা ছেঁড়া ছাড়াই লেজার, আরএফএ, ভেনাসিল থেরাপির মাধ্যমে করা হয়।

সেমিনারে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ছিলেন আমেরিকান ভাসকুলার সার্জন ও বীর মুক্তিযোদ্ধা ডা. এম. আবিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে ভেরিকোস ভেইন প্রার্দুভাবের ব্যাপকতা সম্পর্কে জানা নেই। পশ্চিমা দেশগুলোতে মোট জনগোষ্ঠীর মধ্যে ১ থেকে ৭ শতাংশ পুরুষ এবং ১ থেকে ৪০ শতাংশ নারী এ সমস্যায় ভুগছে।

পুরুষের চেয়ে নারীদের মধ্যে রোগটি বেশি দেখা যায়। বয়স্কদের আর্টিয়াল (ধমনী) ডিজিজ এবং তরুণদের আর্টিয়াল বা ভেইন সমস্যা বেশি দেখা যায়। নারীরা শিশুসন্তান প্রতিপালনের সময় সমস্যায় বেশি ভোগেন। শরীরে হরমোনের পরিবর্তন, অস্বাস্থ্যকর জীবন-যাপনও রোগটির জন্য দায়ী।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম মহিবুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর (হাসপাতাল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওয়ালীউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও ডা. ক্যাপ্টেন সিতারা বেগম (বীর প্রতীক)। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নরেশ মন্ডল।

সেমিনারে ধন্যবাদ দেন মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি এম মকবুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন ডা. একেএম জিয়াউল হক। সঞ্চলনা করেন ডা. সুলতানা মারুফা শেফিন।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।