করোনায় একদিনে শনাক্ত ১২, সবাই ঢাকার বাসিন্দা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। অর্থাৎ ঢাকা মহানগরের বাইরে দেশের কোথাও করোনা রোগী শনাক্ত হয়নি।

এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২০ লাখ ৩৭ হাজার ৬০০ জন। তবে এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা রয়েছে ২৯ হাজার ৪৪৩ জনই।

শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের ৮৮৪টি ল্যাবে দুই হাজার ৬৯টি নমুনা সংগ্রহ এবং দুই হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই ঢাকা মহানগর এলাকার বাসিন্দা।

এদিকে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে একদিনে সারাদেশে ২৬৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনা থেকে সেরে উঠলেন ১৯ লাখ ৯৩ হাজার ৯৬৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।