ইউনাইটেড হসপিটালে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৩ মে ২০২৩

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করেছে ইউনাইটেড হসপিটাল। এ উপলক্ষে সপ্তাহব্যাপী ইউনাইটেড হসপিটালে নার্স, চিকিৎসক ও রোগীদের নিয়ে ছিল নানা আয়োজন। ২০ মে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এ আয়োজন।

এবার আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য হলো ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।

ইউনাইটেড হসপিটালে স্বাস্থ্য সেবার তিনটি বিষয়- ‘ডায়াবেটিক রোগীর জীবনযাত্রা ও ব্যবস্থাপনা’; ‘মাতৃস্বাস্থ্য’; ‘হাইপারটেনশান রোগীদের জন্য শারীরিক ব্যায়ামের উপকারিতা’ নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণ করেন নার্স ও চিকিৎসকরা।

আরও পড়ুন: নার্সদের ফিলিপাইন-কেরালার মতো হতে হবে: বিএসএমএমইউ ভিসি

আলোচনায় নারীর স্বাস্থ্য, গর্ভাবস্থা, শিশুযত্ন, উচ্চ রক্তচাপ এবং এর প্রভাব, ডায়াবেটিস এবং এর সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলো ওপর জোর দেওয়া হয়।

১১ মে থেকে শুরু হওয়া এ আয়োজনের লক্ষ্য ছিল মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে নার্সদের অবদানকে উদযাপন করা এবং তাদের স্বীকৃতি দেওয়া। আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা। যাতে মোট ৫৬৫ জন নার্স অংশগ্রহণ করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ এবং নাট্য অভিনয়সহ মনোমুগ্ধকর পরিবেশনা করেন নার্সরা।

আরও পড়ুন: যে কারণে ১২ মে পালিত হয় বিশ্ব নার্স দিবস

তবে ইউনাইটেড হসপিটালে নার্স সপ্তাহের পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল ২০ মে’র জমকালো সমাপনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফয়জুর রহমান।

চিফ নার্সিং অফিসার (সিএনও) মিসেস রোজ থমাস থেক্কিল বলেন, নিজেকে উজাড় করার মানসিকতা ও ব্যতিক্রমী যত্ন নেওয়ায় নার্সদের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। পেশাদারিত্ব এবং সহানুভূতির মাধ্যমে একজন রোগীর জীবনে পরিবর্তন আনার জন্য সব নার্সকে ধন্যবাদ।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মাহবুব উদ্দিন আহমেদ, পরিচালক, মেডিকেল সার্ভিস; অধ্যাপক মমতাজ খানম, প্রিন্সিপাল, ইউনাইটেড কলেজ অব নার্সিং; ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ডাক্তার ও প্রশাসনিক কর্মকর্তারা।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।