ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ মে ২০১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী গ্রাম পটুয়াপাড়ায় অসহায় ও সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোস্ট।

সম্প্রতি দিনব্যাপী ৫৭ জন প্রবীণকে এ স্বাস্থ্যসেবা দেয়া হয়।

কর্মসূচি পরিকল্পনা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেন ল্যাম্পপোস্ট’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. একেএম রুহুল আমিন।

কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবকরা হলেন, মো. নাহিদ, আব্দুল্লাহ আল মহিউদ্দীন জনি, আবু সাইদ আরিফুজ্জামান আতিক, হামিদ শাহরিয়ার, রুবেল ইসলাম, হৃদয় মাহমুদ, লিমন ও ফারাক কবীর ফাহিম প্রমুখ।

আগামীতে দেশের যে কোনো প্রান্তে এভাবেই সমাজের অসহায়, দুস্থ ও অবহেলিতদের পাশে থাকতে চায় ল্যাম্পপোস্ট।

এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।