সরেজমিনে নিউরো সায়েন্স হাসপাতাল

কেউ ফেরেন হাসিমুখে, কেউ কাঁদতে কাঁদতে

সালাহ উদ্দিন জসিম
সালাহ উদ্দিন জসিম সালাহ উদ্দিন জসিম , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫
নিউরো সায়েন্স হাসপাতাল/ফাইল ছবি

‘সরকারি হাসপাতাল মানেই রোগীর চাপ। জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ সর্বত্র মানুষের হাহাকার। সহজে টিকিট নেওয়া, ভর্তি, চিকিৎসা কোনোটাই সম্ভব নয়। এত কিছু জেনেও নিরুপায় হয়েই আমরা আসি সরকারি হাসপাতালে। কেউ বেসরকারি চিকিৎসার ব্যয় মেটাতে না পারার কারণে, আবার কারও চিকিৎসা বেসরকারিতে অপ্রতুল হওয়াই মোটাদাগে এর কারণ। নিরুপায় এসব রোগীর অসহায়ত্বে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরাও সুযোগ নেন। করেন যাচ্ছেতাই ব্যবহার।’

এই কথাগুলো বলছিলেন গাজীপুরের কালিয়াকৈর থেকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে আসা আবিদ আলী (৬০)। এই সিনিয়র সিটিজেন নিজেই স্ত্রীর চিকিৎসার জন্য বৃহস্পতিবার এসেছেন রাজধানীর এই হাসপাতালটিতে, সঙ্গে এনেছেন মেয়েজামাই। সকালে এসে টিকিট কেটে ১১৫ নম্বর সিরিয়ালে গেছেন। দীর্ঘ সিরিয়াল পার হয়ে যখন ঢুকতে যাবেন, বাধ সাধলেন হাসপাতালের স্টাফ। একজন যেতে পারবেন বলে ঢুকতে দেওয়া হলো শুধু মেয়েজামাইকে। মুরুব্বি অনুনয় বিনয় করে বললেন, সমস্যাটা আমি খুলে বলতে পারবো, আমাকে যেতে দিন, প্লিজ। কিন্তু স্টাফ ধমক দিয়ে তাকে সরিয়ে দিলেন।

পুরো ঘটনা অবলোকন করে জাগো নিউজের এই প্রতিবেদক কথা বলেন ভারাক্রান্ত মুরুব্বির সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, একটা তরুণ ছেলে, তার আচরণটা হয়েছে? আমি তো তার বাবার বয়সী।

কথার মধ্যেই মেয়েজামাইকেও বের করে দিলেন চিকিৎসক। সমস্যা কী জানতে চাইলে বলেন, তারা রোগী ছাড়া রিপোর্ট দেখেন না।

সরেজমিনে নিউরো সায়েন্স হাসপাতাল, কেউ ফেরেন হাসিমুখে, কেউ কাঁদতে কাঁদতে

আবিদ আলী বলেন, ‘আমি গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা গ্রাম থেকে এসেছি। অন্তত রিপোর্ট দেখে তো একটা পরামর্শ দেবে। ভর্তি লাগলে আমি নিয়ে আসবো। না হয়, চিকিৎসা দেবে’

তিনি বলেন, তিনদিন আগে আমার স্ত্রী দেলোয়ারা স্ট্রোক করেছে। স্থানীয় হাসপাতাল থেকে টেস্ট করিয়ে আনলাম, তারা বললো, রোগী স্ট্রোক করছে। ঢাকার নিউরো সায়েন্সে নিয়ে যান। স্ট্রোকের রোগী নিয়ে আসা তো কষ্ট। আমি চাইছিলাম, রিপোর্ট দেখিয়ে ভর্তি দিলে শনিবার নিয়ে আসতাম। বা চিকিৎসা দিলে সেটা করাতাম। কিন্তু এখন তো হলো না। শনিবার রোগী নিয়েই আসতে হবে।

ট্রলিতে রোগী নিয়ে দাঁড়িয়ে আছেন জান্নাত নামের এক তরুণী। সমস্যা জানতে চাইলে বলেন, ভোলার চরফ্যাশনের দক্ষিণে নামারচর থেকে বাবা নাজিম আলীকে (৬২) নিয়ে আসছি। স্ট্রোক করেছেন তিনদিন আগে নিজ বাড়িতে। চরফ্যাশনের চিকিৎসক দেখানোর পর ঢাকা আসতে বলেছেন। এই হাসপাতালে আনলাম, তারাও রাখে না। বলছে বাসায় নিয়ে যেতে, সিট খালি নেই। ঢাকায় তো আমাদের বাসা নেই। গতকাল রওয়ানা দিয়ে এই রোগী নিয়ে সারারাত লঞ্চে কেটেছে। ভোরে হাসপাতালে আসছি।

সারাদিন ঘুরে ডাক্তার দেখাতে পারলেও ভর্তি না হতে পারা বা প্রত্যাশিত চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তার।

সরেজমিনে নিউরো সায়েন্স হাসপাতাল, কেউ ফেরেন হাসিমুখে, কেউ কাঁদতে কাঁদতে

কিশোরগঞ্জের সদর উপজেলার নীলগঞ্জের পাস্তা থেকে ফাতেমা এসেছেন তারা মেয়ে হাফসাকে (৭) নিয়ে। তিনি বলেন, জ্বর নিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছি ৬ অক্টোবর। জ্বর ভালো হওয়ার পর ৮ তারিখে পেটে ব্যথা হয়েছে। একটা ইনজেকশন দিয়েছে। এরপর থেকে স্বাভাবিক মেয়ে আমার অস্বাভাবিক হয়ে গেছে। অবশ হয়ে গেছে পুরো শরীর। জ্ঞানও ছিল না। ৯ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে এক মাস ১০ দিন চিকিৎসা নিয়ে বুক থেকে মাথা পর্যন্ত স্বাভাবিক হয়েছে। চোখ খুলে কথা বলছে। কিন্তু নিচের অংশ অবশ। তারা নিউরো সায়েন্সে রেফার করেছে। ডিসেম্বর থেকে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। এখনো উন্নতি নেই।

চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও বাচ্চা মেয়েটির সঠিক চিকিৎসার আকুতি মা ফাতেমার।

পাশেই ট্রলিতে পড়ে আছেন মাসুদ হাওলাদার (৬০) নামের এক রোগী। মাদারীপুরের কালকিনি থেকে এসেছেন তিনি। স্বজনরা জানান, অফিস থেকে ফেরার পথে পড়ে গেছে, হুঁশ নেই। তাকে স্থানীয় হাসপাতালে দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছে ভোর ৫টায়। সারাদিন তিন-চারজন মিলে দৌড়ে দুপুর ১টায় তারা সিট পেয়েছেন।

সরেজমিনে নিউরো সায়েন্স হাসপাতাল, কেউ ফেরেন হাসিমুখে, কেউ কাঁদতে কাঁদতে

দিনভর এই চিত্রই দেখা যায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে। রোগীর প্রত্যাশা ও ডাক্তারদের সীমাবদ্ধতা, এসব মিলেই আগায় গল্প। কেউ ফেরে হাসিমুখে, কেউ কাঁদতে কাঁদতে। ক্রেডিটের পাশাপাশি সব দায় মেনেও নেন চিকিৎসকরা।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. হাসান মেহবুব জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নিউরোসায়েন্স হাসপাতাল সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক। তাই সারা বাংলাদেশের সব জায়গা থেকে নিউরোরোগীরা উন্নত চিকিৎসার জন্য এই হাসপাতালে ভিড় জমান। দিন দিন এ সংখ্যা বেড়েই চলছে। তাই সেবার সর্বোচ্চ মান ধরে রাখতে এই হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবে সুখবর হচ্ছে অতি শিগগিরই এ হাসপাতালে আরও ৫০০ বেড সংযুক্ত হচ্ছে। এতে রোগীরা আরেকটু ভালো সেবা পাবেন বলে আশা রাখি।

তিনি বলেন, নিউরোসায়েন্স হাসপাতাল হলো একটি টারশিয়ারি লেভেলের হাসপাতাল যেখানে সবচেয়ে কঠিন ও বিরল নিউরোরোগের চিকিৎসা হয়, যে চিকিৎসার মান আন্তর্জাতিক চিকিৎসার সমতুল্য। এমন অনেক বিরল নিউরোরোগের চিকিৎসা এ হাসপাতালে হয় যে চিকিৎসা বাংলাদেশের অন্য কোথাও হয় না বা অন্য কোথাও সেই চিকিৎসার সুব্যবস্থা নেই। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি, দূরদূরান্ত থেকে সাধারণ নিউরো উপসর্গ নিয়ে অনেক রোগী আমাদের কাছে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন যা হয়তো তার পার্শ্ববর্তী হাসপাতালেই সম্ভব হতো। এতে রোগীরা শারীরিক, অর্থনৈতিক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিউরোসায়েন্স যেহেতু মানুষের বড় একটি আস্থার যায়গা, তাই তারা বড় আশা নিয়ে এই হাসপাতালে চলে আসেন। মাত্রাতিরিক্ত রোগীর চাপের কারণে আমরা যখন তাদের ভর্তি দিতে পারি না, তখনই তারা আশাহত হন, অসন্তুষ্ট হন, কথাবার্তায় ও আচার-আচরণে তার বহিঃপ্রকাশ ঘটে।

আমরা যদি দেশের প্রতিটি বিভাগে একই আদলে একটি করে ৫০০ বেডের নিউরোসায়েন্স হাসপাতাল তৈরি করতে পারতাম, তাহলে হয়তো এই রোগীরা ঢাকামুখী হতেন না। এতে রোগীর চাপ কমতো আবার সেবার মানও উন্নত হতো। রোগীদের সন্তুষ্টিও অর্জন করা যেতো, বলেন ডা. হাসান মেহবুব।

এসইউজে/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।