জাতীয়

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি

৫ আগস্টকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনটিতে সাধারণ ছুটিও থাকবে।

Advertisement

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগির ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

তিনি বলেন, এখন থেকে ৫ আগস্ট ‘ছাত্র জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। ওইদিন সাধারণ ছুটি থাকবে। এ বছর থেকে এটি পালন করা হবে।

Advertisement

উপদেষ্টা আরও বলেন, আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট ১৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। জুলাইয়ের অনুভূতি ফিরিয়ে এনে পুরো বাংলাদেশকে এক করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, সেটাকে শুধু রিইনফোর্স (শক্তিশালী) করা। বেশকিছু কর্মসূচির কাজ চলছে। আগামী ২৩ জুন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমইউ/এমকেআর/জেআইএম

Advertisement