রংপুরে জুলাই আন্দোলনে হার্ট অ্যাটাকে মৃত্যুর ১০ মাস পর করা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক মাহমুদুল হকের (৪৬) জামিন মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
রোববার (২২ জুন) বিকেলে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক মার্জিয়া খাতুন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।
এসময় আদালত চত্বরে জড়ো হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রেফতারের প্রতিবাদে জানিয়ে মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতির দাবি জানান।
Advertisement
মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করি। আদালত আমাদের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন। পরে বিকেলে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন জানানো হয়। শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে পুলিশি প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দেন বিচারক।
রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ২ আগস্ট মুদি দোকানি ছমেস উদ্দিনের (৬৫) মৃত্যুর ১০ মাস পর ৩ জুন হাজির হাট থানায় মামলা করেন নিহতের স্ত্রী আমেনা বেগম।
মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫৪ জনকে আসামি করা হয়।
এই মামলায় ৫৪ নম্বর আসামি হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক। তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
Advertisement
১৯ জুন বিকেলে নগরীর ধাপ এলাকার নিজ ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিতু কবীর/জেডএইচ/জিকেএস