ভারতে এবার ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৩ মার্চ ২০২৫
অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ছবি: এনডিটিভি

ভারতে ইসরায়েলি নারী পর্যটক ও তার সঙ্গীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় চলছে, তখন দেশটিতে আবারও অভিযোগ উঠেছে বিদেশি নারীকে ধর্ষণের। এবার দিল্লির মাহিপালপুরের একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তি কাইলাশকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন>>

পুলিশ জানিয়েছে, ব্রিটিশ ওই নারী ছুটি কাটাতে মহারাষ্ট্র ও গোয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি ইনস্টাগ্রামে পরিচিত হওয়া কাইলাশকে ফোন করে দেখা করতে বলেন। কাইলাশ দিল্লির বাইরে যেতে অস্বীকৃতি জানালে ওই নারী গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পৌঁছে মাহিপালপুরের একটি হোটেলে ওঠেন। এরপর তিনি কাইলাশকে ফোন করলে সে তার বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যায় এবং সেই রাতেই কাইলাশ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পরদিন সকালে ওই নারী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশের নিয়ম অনুযায়ী, বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে জানানো হয়েছে এবং তারা ভুক্তভোগীকে সহায়তা করছে।

তদন্তে জানা গেছে, কাইলাশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ওই নারী পুলিশের কাছে জানিয়েছেন, কাইলাশ ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না এবং তাদের মধ্যে কথা বলার জন্য গুগল ট্রান্সলেটের সাহায্য নিতেন।

এর আগে, গত সপ্তাহে কর্ণাটকের হাম্পি শহরের কাছে তিন দুস্কৃতের হাতে এক ইসরায়েলি নারী পর্যটক ও এক ভারতীয় হোমস্টে মালিক দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিহত হন এক ব্যক্তি।

পুলিশ জানায়, ওই তিনজন আরও দুই পুরুষ পর্যটকের সঙ্গে সানাপুর গ্রামে তারামণ্ডল পর্যবেক্ষণ করছিলেন। এ সময় তিন হামলাকারীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এরপর হামলাকারীরা তিন পুরুষকে নদীর খালে ঠেলে ফেলে দিয়ে দুই নারীকে ধর্ষণ করে। ওই তিনজনের মধ্যে দুইজন সাঁতরে পালাতে পারলেও উড়িষ্যার এক ব্যক্তি ডুবে যান।

এই ঘটনার পর শত শত বিদেশি পর্যটক হাম্পি ছেড়ে চলে গেছেন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।