যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের পণ্য পাঠানো স্থগিত করলো ডিএইচএল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ২১ এপ্রিল ২০২৫
সোমবার (২১ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের বেশি মূল্যের পণ্য পাঠানো সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ডিএচএল/ ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের বেশি মূল্যের পণ্য পাঠানো সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় বহুজাতিক পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান ডিএইচএল। সোমবার (২১ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিমালাকে দায়ী করেছে। গত ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন কাস্টমস বিধিমালা অনুযায়ী, এখন থেকে ৮০০ ডলারের বেশি মূল্যের প্রতিটি চালানের জন্য ‘আনুষ্ঠানিক ছাড়পত্র’ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে ২,৫০০ ডলার থেকে এর বেশি দামি পণ্যের চালানে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রযোজ্য হতো।

ডিএইচএল জানিয়েছে, এই পরিবর্তনের ফলে পণ্য খালাসে সময় বেড়েছে ও এতে সরাসরি ভোক্তাদের কাছে উচ্চমূল্যের পণ্য পৌঁছাতে সমস্যা দেখা দিচ্ছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভেতর বা ‘বিজনেস টু বিজনেস’ এর আওতায় থাকা চালানগুলো চালু রাখবে তারা। কিন্তু সেগুলোর ক্ষেত্রেও পণ্য পৌঁছাতে দেরি হতে পারে।

ডিএইচএল বলেছে, এই পরিবর্তনের ফলে শুল্ক বিভাগে আনুষ্ঠানিক ছাড়পত্র পেতে বেগ পেতে হচ্ছে। আমরা দিনরাত সেগুলো সামাল দেওয়ার চেষ্টা করছি। তবে ৮০০ ডলারের বেশি মূল্যের চালান পৌঁছাতে কয়েক দিন দেরি হতে পারে।

কোম্পানিটি জানিয়েছে, তারা ৮০০ ডলারের কম মূল্যের চালানগুলো আগের মতোই যুক্তরাষ্ট্রে পাঠাবে এবং ন্যূনতম কাগজপত্রের বাধা পেরিয়ে সেগুলো ছাড় পাবে বলে আশা করছে।

জানা গেছে, ৮০০ ডলারের কম মূল্যের পণ্যের ওপরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে হোয়াইট হাউস। বিশেষ করে চীন ও হংকং থেকে পাঠানো চালানগুলোর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হচ্ছে। ২ মে এ সংক্রান্ত আইনি ফাঁকফোকর বন্ধ করে দেবে ট্রাম্প প্রশাসন। ফলে কম মূল্যের পণ্যও শুল্ক ছাড়া আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

সূত্র: ইউএসএ টুডে

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।