অনুমতিহীন হজের চেষ্টা করলে কড়া শাস্তির ঘোষণা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
পবিত্র কাবা শরীফ। ফাইল ছবি: এএফপি

অনুমোদনহীনভাবে হজ করার চেষ্টা বা এমন কাজে সহায়তা করলেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে ঘোষণা দিয়েছে সৌদির আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা কার্যকর হবে জিলক্বদের প্রথম দিন থেকে জিলহজ্জের ১৪ তারিখ পর্যন্ত।

নতুন বিধান অনুযায়ী, অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ লাখ ৪৪ হাজার টাকা।

আরও পড়ুন>> 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই শাস্তি শুধু স্থানীয়দের জন্য নয়, ভিসার যেকোনো ধরনে যারা মক্কা বা পবিত্র স্থানগুলোতে প্রবেশ করবেন বা অবস্থান করবেন, তারাও এর আওতায় পড়বেন।

এছাড়া, এ ধরনের অননুমোদিত হজে যারা সহায়তা করবেন—যেমন ভিজিট ভিসা স্পনসর করা, পরিবহন, আশ্রয় দেওয়া বা হজের স্থানে পৌঁছাতে সাহায্য করা—তাদেরও সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একাধিক ব্যক্তিকে সহায়তা করলে এই জরিমানা জনপ্রতি হিসাব করা হবে।

অবৈধভাবে প্রবেশকারী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারী যারা হজ করার চেষ্টা করবেন, তাদের গ্রেফতার করে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, আগামী ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

যারা তাদের নিজস্ব যানবাহন ব্যবহার করে অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে পৌঁছাতে সাহায্য করবে, সেই যানবাহন জব্দ করার অনুরোধ জানাবে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় বলেছে, এসব কঠোর পদক্ষেপ হজের নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য জরুরি। তারা নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের হজ-সংক্রান্ত সব নিয়ম কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে।

সূত্র: আরব নিউজ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।