অর্থনীতি ঠিক করতে ‘আর একটু সময়’ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০১ মে ২০২৫
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণ করেছেন সবে ১০০ দিন হলো। এর মধ্যেই অর্থনৈতিক মন্দার শঙ্কায় পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থায় ট্রাম্প ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন, অর্থনীতি পুনরুদ্ধারে তার ‘আরও একটু সময়’ প্রয়োজন।

সর্বশেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য দপ্তর।

বুধবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই সংকোচনের পরিসংখ্যান ‘ভুল ধারণা’ তৈরি করছে। কারণ শুল্ক আরোপের আগে অনেক প্রতিষ্ঠান পণ্য আমদানি করে মজুত করেছিল। তিনি দাবি করেন, তার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে আট ট্রিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে, যা ‘যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা ফিরিয়ে আনবে’।

আরও পড়ুন>>

চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক হারে ০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে, যেখানে আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৪ শতাংশ। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ করার সময় এই তথ্য প্রকাশিত হয়। জনমত জরিপে দেখা যাচ্ছে, তার অর্থনৈতিক পরিচালনা নিয়ে জনসাধারণের মনে অসন্তোষ রয়েছে।

এই সংকোচনের জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, এটি বাইডেনের অর্থনীতি, কারণ আমরা ২০ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। আমাদের একটু সময় দিতে হবে।

তবে ডেমোক্র্যাটরা এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিজ বলেন, এটি জো বাইডেনের অর্থনীতি নয়, ডোনাল্ড, এটি আপনার অর্থনীতি। এটি ট্রাম্পের অর্থনীতি, এটি একটি ব্যর্থ অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের জনগণ তা জানে।

সূত্র: বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।