সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৭ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা গাজার কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল ও নিয়ন্ত্রণের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হলো হামাসকে পরাজিত করা এবং যারা এখনও হামাসের হাতে জিম্মি আছে তাদের মুক্ত করা।

গাজা যুদ্ধ/ ইসরায়েলি বাহিনীকে এআই সহায়তার কথা স্বীকার করলো মাইক্রোসফট
মাইক্রোসফট স্বীকার করেছে, গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীকে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড কম্পিউটিং সেবা দিয়েছে তারা। জিম্মি উদ্ধার এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর গতানুগতিক বিষয়টিই যেন কোথায় হারিয়ে গেছে। ট্রাম্প কখন কী বলবেন, কীভাবে বলবেন কিংবা তার পরবর্তী পদক্ষেপ কী হবে-সেসব অনুমান করা অনেক বিশ্লেষকের কাছে রীতিমতো ‘অসম্ভব’।

ডোনাল্ড ট্রাম্প/ ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র
পাকিস্তান ও ভারতের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ছিল। কিন্তু ওয়াশিংটনের কূটনৈতিক হস্তক্ষেপের কারণে সেই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক
ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই সময়ে যেসব দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে, তার মধ্যে তুরস্কের অবস্থান সবচেয়ে স্পষ্ট এবং তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করেছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ভারতের টিভি সংবাদ যেন রেসলিংয়ের ‘স্যুট পরা সংস্করণ’
সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে রাতভর আকাশযুদ্ধের খবর যারা নিবিড়ভাবে অনুসরণ করেছেন, তারাও হয়তো কিছু ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ ঘটনার কথা জানেন না। যেমন—ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে হামলা চালিয়েছে, ভারতের সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাঙ্কারে পালিয়েছেন কিংবা সেদেশের সেনাপ্রধানকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৯
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ মে) সকালে রাশিয়ার সীমান্তের কাছে আঞ্চলিক রাজধানী সুমিতে যাওয়ার সময় বিলোপিলিয়া শহরে হওয়া ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সালমান রুশদির ওপর হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড
সালমান রুশদিকে ছুরিকাঘাত করে আংশিকভাবে অন্ধ করে দেওয়া হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে নিউ ইয়র্কের একটি আর্টস ইনস্টিটিউটে মঞ্চে তার ওপর হামলা করা হয়। ওই হামলায় আরও একজন আহত হয়েছিলেন।

মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী
ইউরোপীয় রাজনৈতিক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলবেনিয়ায় গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। লাল গালিচা ধরে যখন ইতালির প্রধানমন্ত্রী এগিয়ে আসছিলেন, তখন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ছাতা পাশে রেখে বৃষ্টির মধ্যে প্রার্থনার ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে পড়েন।

ফারাক্কা বাঁধে সামরিক বাহিনীর মহড়া
ভারত-পাকিস্থানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দুদেশের মধ্যে উত্তেজনার মাত্রা এখনো পুরোপুরি হ্রাস পায়নি। এই যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ জায়গায় সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত করার জন্য ভারতীয় সেনাবাহিনী মহড়া চালিয়েছে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।