তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২১ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। যিনি শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠকে করেছেন।

ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে সম্পূর্ণ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

যুদ্ধ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বশক্তিগুলোকে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন করার আহ্বান জানান ফিদান।

তিনি বলেন, গাজায় হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং এখন ইরানে হামলার পর এই অঞ্চলটি ইসরায়েল সমস্যার মুখোমুখি।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।