নতুন মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু হয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, ২৫ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্য-পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে। এই খবরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

সোমবার এক সামরিক কলেজের স্নাতকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, নতুন মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে।

রাশিয়া প্রথমবারের মতো গত বছর নভেম্বর মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলার সময় এই ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায়, এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ হাজার কিলোমিটারেরও বেশি।

এত উচ্চ গতির কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে আটকানো অত্যন্ত কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,
ওরেশনিক উৎপাদনে জড়িত সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

রাশিয়ার বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে। ইউক্রেন জানায়, মঙ্গলবার রাতের একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ৮ বছরের শিশু রয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতার নতুন মাত্রা এবং ইউক্রেনের জন্য বাড়তে থাকা নিরাপত্তা হুমকি আবারও সামনে এলো।

সূত্র: এনএইচকে

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।