৬ বিলিয়ন ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৮ জুন ২০২৫
ওয়ারেন বাফেট। ছবি: এএফপি (ফাইল)

বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট শুক্রবার (২৭ জুন) (স্থানীয় সময়) তার কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে-এর প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের শেয়ার দান করেছেন গেটস ফাউন্ডেশন ও চারটি পারিবারিক দাতব্য সংস্থায়। এটি তার ২০০৬ সাল থেকে শুরু হওয়া দান কার্যক্রমের মধ্যে সর্ববৃহৎ বাৎসরিক অনুদান।

এই অনুদানে তিনি মোট ১২.৩৬ মিলিয়ন ক্লাস বি শেয়ার দিয়েছেন, যা তার মোট দানের পরিমাণকে ৬০ বিলিয়ন ডলারেরও বেশিতে পৌঁছে দিয়েছে।

ওয়ারেন বাফেট এখনও বার্কশায়ারের ১৩.৮ শতাংশ শেয়ারের মালিক এবং দান করার আগে তার মোট সম্পদের পরিমাণ ছিল ১৫২ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি বানিয়েছিল। দানের পরে তিনি ষষ্ঠ স্থানে নেমে আসবেন।

৯৪ বছর বয়সী বাফেট গত বছর তার উইল পরিবর্তন করে ঘোষণা দিয়েছেন, মৃত্যুর পর তার সম্পদের ৯৯.৫ শতাংশ একটি পারিবারিক ট্রাস্ট-এ যাবে। তার সন্তান হাওয়ার্ড (৭০), সুজি (৭১), ও পিটার (৬৭) ওই সম্পদ ১০ বছরের মধ্যে একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে বিতরণ করবেন।

ওমাহা, নেব্রাস্কা ভিত্তিক বার্কশায়ার হ্যাথাওয়ে এখন একটি ১.০৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি, যার অধীনে প্রায় ২০০টি ব্যবসা রয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।