নামাজরত ফিলিস্তিনি যুবককে গাড়িচাপা দেওয়ার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় সশস্ত্র ইসরায়েলি/ ছবি : এক্স

পশ্চিম তীরে রামাল্লার কাছে নামাজরত এক ফিলিস্তিনি যুবকের ওপর গাড়ি উঠিয়ে দেয় এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। অস্ত্রধারী ওই ইসরায়েলি নাগরিকের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পশ্চিম তীরের দেইর জারির গ্রামে ঘটনাটি ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একজন ইসরায়েলি নাগরিক ও রিজার্ভ সেনাসদস্য। ঘটনার সময় তিনি বেসামরিক পোশাকে ছিলেন। একই দিনে ওই গ্রামে একটি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। ওই ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে বলে তদন্তে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা ছিল তার ক্ষমতার গুরুতর অপব্যবহার। ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তের অস্ত্র জব্দ করা হয়েছে এবং তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দুইজন ফিলিস্তিনিকে গুলি করেছে।

একই দিন পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় আরও সহিংসতার খবর পাওয়া গেছে। হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা সেনাবাহিনীর পোশাক পরে স্থানীয় বাসিন্দাদের আটক ও নির্যাতন করে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ওসামা মাখামরা। পরে ইব্রাহিম আল-আদ্রা ও আব্দ মাহমুদ আল-আদ্রা নামে দুই ভাইকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

এদিকে নাবলুসের বেইত ফুরিক এলাকায় সামরিক অভিযানের সময় ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে আহত করা হয়। একই অভিযানে টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টে ভোগেন আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা দীর্ঘদিন ধরেই চলমান। গাজায় যুদ্ধ শুরুর পর এসব হামলা আরও বেড়েছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে এসব হামলা আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন>>
ফিলিস্তিনি খামারে ইসরায়েলি জনতার হামলা, ১৫০ ভেড়া লুট

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮ হাজার গাছ ধ্বংস হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও মধ্য পশ্চিম তীরের কৃষিজমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত দুই বছরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরে ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জন শিশু।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।