বর্ষবরণ ‌উৎসব : চীনে নিহত ৩৫, আহত ৪৩


প্রকাশিত: ০৩:১৯ এএম, ০১ জানুয়ারি ২০১৫

চীনের সাংহাইয়ে ইংরেজি নববর্ষ বরণের উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ৪২ জন। অহতদের মধ্যে অনেকেরই অবস্থা আংশকাজনক। বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নতুন বছরের প্রথম দিনের প্রথম প্রহরে বর্ষবরণ করতে সাংহাইয়ের হুয়াংপু নদীর পাশ্ববর্তী বুন্ড এলকার চত্বরে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়। এক পর্যায়ে বর্ষবরণের উৎসবে মেতে ওঠা মানুষেরা দিগবিদিক ছোটাছুটি শুরু করলে ঘটনাস্থলেই সমাগত মানুষের পদভারে পিষ্ট হয়ে মারা যান ৩৫ ব্যক্তি। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার কারণ জানা না গেলেও, শিগগিরই তদন্ত করে ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।