ইমরান খানের বোনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২০ অক্টোবর ২০২৫
আলীমা খানের/ ছবি: এএফপি (ফাইল)

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইমরান খানের বোন আলীমা খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এই আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে হওয়া মামলায় ধারাবাহিক অনুপস্থিতির কারণে। আদালত তাকে আগামী ২২ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।

এই মামলায় আলীমা খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবারের (২০ অক্টোবর) শুনানিতে বাকি ১০ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন এবং ৫ জন সরকারি সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

৭১ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা চলছে। তিনি ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান।

২৬ নভেম্বর ২০২৪ সালের এই বিক্ষোভ আয়োজন করা হয়েছিল পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্ত করার দাবিতে সরকারকে চাপ প্রয়োগের উদ্দেশ্যে।

তিন দিনের ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, যখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষ হয়। এতে তিনজন রেঞ্জার্স সদস্য ও একজন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় ইমরান খানের বোনের বিরুদ্ধেও মামলা হয়।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।