চুরি যাওয়া গহনা উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের সহায়তা চাওয়ার খবর অস্বীকার করলো ল্যুভর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ অক্টোবর ২০২৫
ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘর/ ফাইল ছবি: এএফপি

ফ্রান্সের ঐতিহাসিক ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া নিদর্শন উদ্ধারে ইসরায়েলি গোয়েন্দাদের সহায়তা চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) ল্যুভর জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, চুরি হওয়া গহনাগুলো উদ্ধারে ইসরায়েলের বেসরকারি গোয়েন্দা সংস্থা সিজিআই গ্রুপের সহায়তা চেয়েছে ল্যুভর কর্তৃপক্ষ।

রোববার (১৯ অক্টোবর) ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে ৯টি অমূল্য গহনা চুরি হয়। ফরাসি দৈনিক লা পারিসিয়েন বলেছে, জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গহনা চুরি গেছে। বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘরে রাখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’সহ বহু অমূল্য শিল্পকর্ম।

সোমবার সকালের দিকে ইসরায়েলের বেসরকারি গোয়েন্দা সংস্থা সিজিআই গ্রুপের প্রধান নির্বাহী জভিকা নাভেহ বলেছিলেন, ল্যুভর কর্তৃপক্ষ ব্যতিক্রমধর্মীভাবে আমাদের কাছে অনুরোধ জানিয়েছে, চুরিতে জড়িত ব্যক্তিদের পরিচয় উদঘাটন ও চুরি হওয়া নিদর্শনগুলো উদ্ধার করার জন্য।

তিনি আরও জানান, ২০১৯ সালে জার্মানির একটি জাদুঘর থেকে চুরি হওয়া নিদর্শন উদ্ধার অভিযানে তাদের সংস্থার সফলতা ল্যুভরের এই আস্থার পেছনে বড় ভূমিকা রেখেছে।

তবে ল্যুভর জাদুঘরের একজন মুখপাত্র এএফপিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে সহায়তা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে তিনি এই বিষয়ে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানালে নাভেহ বলেন, এই অনুরোধটি এসেছিল ল্যুভর ও অন্যান্য সংস্থার কাছ থেকে। তার মধ্যে বীমা কোম্পানিও রয়েছে। তাদের পক্ষ থেকে কাজ করা এক মধ্যস্থতাকারীর মাধ্যমে অনুরোধ এসেছিল।

যদিও ল্যুভর কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, তারা কারও সঙ্গে যোগাযোগ করেনি।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।