বিবিসি ও ইবিইউ সাম্প্রতিক জরিপ

সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২২ অক্টোবর ২০২৫
সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল/ছবি : এএফপি

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, মাইক্রোসফট কো-পাইলট এবং পারপ্লেক্সিটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো প্রায় অর্ধেক ক্ষেত্রেই সংবাদ সংক্রান্ত প্রশ্নে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেয়। বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। এতে ১৮টি দেশের ২২টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মে থেকে জুনের মধ্যে চারটি জনপ্রিয় এআই সহকারীকে একই ধরনের প্রশ্ন করে তাদের উত্তর বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা যায়, মোট ৪৫ শতাংশ উত্তরে অন্তত একটি ‘গুরুত্বপূর্ণ ত্রুটি’ ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ভুল ছিল সূত্র উল্লেখে (৩১ শতাংশ)। এসব তথ্য হয় সূত্রবিহীন, ভুলভাবে উদ্ধৃত, বা যাচাইযোগ্য নয়। এরপর বড় সমস্যা ছিল তথ্যের যথার্থতা নিরূপণ করা যা ২০ শতাংশ ক্ষেত্রে ভুল ছিল, এরপর প্রসঙ্গের ঘাটতি ছিল প্রায় ১৪ শতাংশ ক্ষেত্রে।

গবেষণায় বলা হয়েছে, গুগল জেমিনিতে সবচেয়ে বেশি সমস্যা পাওয়া গেছে। এর ৭৬ শতাংশ উত্তরে উল্লেখযোগ্য ত্রুটি ছিল।

সব মডেলই কোনো না কোনোভাবে মৌলিক তথ্যগত ভুল করেছে। যেমন পারপ্লেক্সিট দাবি করেছে স্লোভাকিয়ায় সারোগেসির তথ্য অবৈধ। আবার পোপ ফ্রান্সিস এখনো জীবিত আছেন বলে তথ্য দিয়েছে চ্যাট জিপিটি যদিও তিনি কয়েক মাস আগে মারা গেছেন।

প্রতিবেদনের ভূমিকায় ইবিইউ এর উপমহাসচিব জ ফিলিপ দে টেন্ডার ও বিবিসির এআই প্রধান পিট আর্চার বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো এই সমস্যাকে যথাযথ অগ্রাধিকার দেয়নি, কিন্তু এখনই তা করা জরুরি

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।