রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রশংসা করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
ভলোদিমির জেলেনস্কি/ ছবি: এএফপি (ফাইল)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করা প্রয়োজন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের পরিকল্পনা ব্যর্থ হয়।

ইইউ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিরুদ্ধে ১৯তম দফা নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করে, যার মধ্যে রাশিয়ান তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ইইউ নেতাদের সঙ্গে বৈঠকের জন্য সেখানে অবস্থান করছিলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি এখনো বিশ্বাস করেন যে ইউক্রেনে যুদ্ধবিরতি সম্ভব, তবে এর জন্য রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে হবে। তিনি স্পষ্ট করে দেন যে, কোনো ভূখণ্ড ছাড় দেওয়া হবে না মস্কোর কাছে।

জেলেনস্কি এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে নতুন মার্কিন নিষেধাজ্ঞার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দৃঢ় ও সঠিকভাবে লক্ষ্যভেদী সিদ্ধান্ত, যা দেখায় যে আক্রমণ অব্যাহত থাকলে তার মূল্য দিতে হবে।

তিনি লেখেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা স্পষ্ট বার্তা দেয়—যুদ্ধ দীর্ঘায়িত করা ও সন্ত্রাস ছড়ানোর পরিণতি আছে। এটি ন্যায্য এবং সম্পূর্ণ প্রাপ্য পদক্ষেপ।

জেলেনস্কির মতে, রাশিয়ার ওপর চাপই শান্তি প্রতিষ্ঠার কার্যকর উপায়, আর নিষেধাজ্ঞা সেই চাপে অন্যতম প্রধান অস্ত্র।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।