নিউজিল্যান্ড

কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব সংসদে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ২৪ অক্টোবর ২০২৫

নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে তরুণদের ক্ষতি থেকে রক্ষা করার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়া চালু করতে হবে — যা অস্ট্রেলিয়ার ২০২৪ সালে পাস হওয়া বিশ্বের প্রথম কিশোর সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা আইন-এর অনুরূপ।

বিলটি শাসক ন্যাশনাল পার্টির সংসদ সদস্য ক্যাথরিন ওয়েড মে মাসে সংসদে জমা দেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সেটি সংসদে উত্থাপনের জন্য নির্বাচিত হয়।

বিলটির প্রতি ন্যাশনাল পার্টির সদস্যদের সমর্থন থাকলেও জোটের অন্যান্য দল এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেনি।

নিউজিল্যান্ডে সংসদ সদস্যদের ব্যক্তিগত বিল লটারির মাধ্যমে নির্বাচিত হয় এবং মন্ত্রিসভায় না থাকা যে কোনো সদস্য এই ধরনের বিল প্রস্তাব করতে পারেন।

বিলটি সংসদে ঠিক কবে উত্থাপিত হবে, তা এখনও জানা যায়নি।

এরই মধ্যে একটি সংসদীয় কমিটি কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব এবং সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা নিয়ে কাজ করছে। গত সপ্তাহে কমিটি জানিয়েছে, ২০২৬ সালের শুরুতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন দীর্ঘদিন ধরেই কিশোরদের মানসিক স্বাস্থ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিব্যবহারজনিত ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ভুল তথ্য ছড়ানো, সাইবার বুলিং এবং শরীর নিয়ে নেতিবাচক ধারণা সৃষ্টির মতো সমস্যাগুলোর কথা।

তবে নাগরিক অধিকার সংস্থা পিলার এই প্রস্তাবের সমালোচনা করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক নাথান সেউলি বলেছেন, এই আইন কিশোরদের অনলাইনে নিরাপদ রাখবে না, বরং গোপনীয়তার ঝুঁকি বাড়াবে এবং নিউজিল্যান্ডবাসীর অনলাইন স্বাধীনতা সীমিত করবে।

সূত্র: রয়টার্স

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।