বেলজিয়ামে সন্ত্রাসী সন্দেহে আরো ২ জন আটক


প্রকাশিত: ০৭:১১ এএম, ২৬ জুন ২০১৬

বেলজিয়ামে সন্ত্রাসী সন্দেহে আরো দু’জনকে আটক করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। শনিবার প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্যারিস এবং ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বেশ কয়েকবার অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এসব হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে জঙ্গিরা যেন আরো ভয়াবহ হামলা চালাতে না পারে সেজন্য নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। এছাড়া অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।

প্রসিকিউটরের কার্যালয় থেকে আরো জানানো হয়েছে, পুলিশ রাতভর ভারভিয়ারস এবং তুর্নাই শহরে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। তবে এর বাইরে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আটককৃতরা ব্রাসেলস বা প্যারিসে হামলার সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।