অন্তঃসত্ত্বা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
অন্তঃসত্ত্বা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন/ ছবি: এএফপি (ফাইল)

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার (২৬ ডিসেম্বর) ঘোষণা দিয়েছেন, যে তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান।

লিভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ।

২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন।

তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।