যৌথবাহিনী গঠন করবে আরব লিগ


প্রকাশিত: ০৪:০০ এএম, ২৮ মার্চ ২০১৫

যৌথ সামরিক বাহিনী গঠন করবে আরব লিগ। এ বিষয়ে সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছে লিগভুক্ত দেশগুলো। তাদের ভাষায় আরব দেশগুলোর বিরুদ্ধে যৌথ হুমকির মোকাবেলায় এ বাহিনী গঠন করা হবে। মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম-আশ-শেইখে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাসচিব নাবিল আল-আরাবি।

মহাসচিব বলেন, মিশরে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ বাহিনী গঠনবিষয়ক খসড়া প্রস্তাবের বিষয়ে ঐকমত্য হয়েছে।  এই প্রথম আরব লিগ যৌথ বাহিনী গঠন করতে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, আরব দেশগুলোর পক্ষে এ বাহিনী কাজ করবে। আরব লিগের এ সিদ্ধান্তকে তিনি ঐতিহাসিক বলে অভিহিত করেন।

আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনো হুমকি দেখা দিলে এ বাহিনী দ্রুত অভিযানে নামবে বলে খসড়া প্রস্তাবে বলা হয়েছে। আরব লিগের আসন্ন শীর্ষ সম্মেলনে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। দুই দিনের এ শীর্ষ সম্মেলন শনিবার শুরু হবে।

বর্তমানে আরব লিগের যৌথ প্রতিরক্ষা পরিষদ রয়েছে। ১৯৫০ সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তির আওতায় এ পরিষদ গঠিত হয়েছে। আরব লিগভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়াদি সমন্বয়ের কাজে নিয়োজিত এ পরিষদ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।