ডাবলিনগামী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩০ মার্চ ২০১৭

আয়ারল্যান্ডের ডাবলিনগামী একটি হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার যুক্তরাজ্যের লুটন থেকে উড্ডয়নের পরপর রাডারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আইরিশ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেলে লুটন থেকে পাঁচ আরোহী নিয়ে ডাবলিনের ওয়েস্টন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি ব্যক্তিগত হেলিকপ্টার। পরে ব্রিটিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

ব্রিটেনের কোস্টগার্ড বলছে, সব বিমানবন্দরের সঙ্গে যোগাযোগের পর স্থানীয় সময় রাত সোয়া ৪টায় হেলিকপ্টারটির খোঁজে অভিযান শুরু হয়।

নর্থ ওয়েলসের হিনোগ পর্বত এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে নর্থ ওয়েলস কর্তৃপক্ষ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।