যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পুলিশের গুলিতে নিহত ৩৮৫


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০১ জুন ২০১৫

চলতি বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৩৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সে হিসেবে প্রতিদিন দুইজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর এ বছরের শেষ নাগাদ নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। খবর ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, নিহত ৩৮৫ জনের মধ্যে ৩৬৫ জনই পুরুষ। বাকি ২০ জন নারী। এছাড়া এদের মধ্যে ১৭১ জন শ্বেতাঙ্গ, ১০০ জন কৃষ্ণাঙ্গ ও বাকি ৫৭ জন হিস্পানিক।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র পুলিশের পেশাদারিত্বের উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থা পুলিশ ফাউন্ডেশনের সভাপতি জিম বুয়িরমান বলেছেন, যদি আমরা তথ্যগুলো সঠিকভাবে অনুসরণ শুরু না করি তাহলে আমরা কখনোই পুলিশের গুলি করার সংখ্যা কমাতে পারবো না।

তবে খবরে মৃত্যুর যে সংখ্যা প্রকাশিত হয়েছে তার মধ্যে অবশ্য পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো যোগ করা হয়নি। নিহতদের অধিকাংশই অস্ত্রধারী হলেও ৪৯ জন ছিল পুরোপুরি নিরস্ত্র।

জেআর/এআরএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।