আবারো হারলো ম্যানসিটি


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করা ম্যানচেস্টার সিটি টানা পাঁচ ম্যাচ জিতার পর টানা দুই ম্যাচ হারলো। টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির দল।

আগের ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।তবে এদিন প্রথমে সিটিই গোল করে এগিয়ে যায়। ২৫ মিনিটে প্রায় মাঝ মাঠ ইয়াইয়া তোরের বাড়ানো বল পেয়ে জালে জড়ান কেভিন ডি ব্রুইন।

৪৪ মিনিটে টটেনহ্যামকে সমতায় ফেরান এরিক ডি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় টটেনহ্যাম। ৫০ মিনিটে এরিক লামেলার ক্রস থেকে হেড করে বল জালে পাঠান টোবি আল্ডারভেইরেল্ড।

এরপর ৬১ মিনিটে দলের তৃতীয় গোল করেন হ্যারি কেইন। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক পোস্টে বাধা পেয়ে ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান কেইন। ৭৯তম মিনিটে গোল করে স্কোর ৪-১ করেন লামেলা।

আরটি/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।