কুমিল্লায় ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


প্রকাশিত: ১২:১৩ পিএম, ০১ অক্টোবর ২০১৫

কুমিল্লার মুরাদনগরে বস্তাভর্তি ৬০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চালক রিপন (২৫) কুমিল্লার লাকসাম উপজেলার বড়গ্রামের সোলমান মিয়ার ছেলে ও হেলপার একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে জহির (২৪)।

পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে পুরাতন লোহার (স্ক্র্যাপ) বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান কুমিল্লার মুরাদনগর হয়ে ঢাকা যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই ট্রাকটিতে (চট্র-মেট্রো-ট-১১-৪৬৬১) তল্লাশি করে বস্তাভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালক রিপন ও হেলপারকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এ ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের নাম প্রকাশ করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।