দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ জানুয়ারি ২০২০

দাবানলে পুড়ে ছাই হচ্ছে অস্ট্রেলিয়া। হাজার হাজার মানুষ দাবানল থেকে পালাচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। খবর বিবিসির।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাবানলে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দাবানলের আগুনে ১২শ বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছে। চলতি সপ্তাহে দাবানল থেকে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের বিশাল এলাকায় দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে, মঙ্গলবার ভিক্টোরিয়ার প্রধান একটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে বুধবার দু'ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে যাতে লোকজন ওই এলাকা ছাড়তে পারে।

তবে নিউ ইয়ারের প্রথম কয়েক ঘণ্টায় শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসেই দাবানল থেকে ১১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি অগ্নিকাণ্ডের ঘটনাকে জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। গত কয়েক দিনে সেখানে দাবানলের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।