নিউইয়র্কে বাড়ল লকডাউনের সময়সীমা, সঙ্গে জরিমানাও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্কে লকডাউনের সময়সীমা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে জরিমানার পরিমাণও। সামাজিক দূরত্ব না মানলে এক হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার নিয়ম চালু করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে মৃত্যুহার এবং আক্রান্তের সংখ্যা টানা দ্বিতীয়দিনের মতো কমেছে। তার আশা, হয়তো ইতোমধ্যেই সর্বোচ্চ ভয়াবহ পরিস্থিতি পার করে এসেছে নিউ ইয়র্ক।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে এপর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার ৬৮৯ জন, মারা গেছেন ৪ হাজার ৭৫৮ জন। সবশেষ একদিনেই এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে আট হাজারের বেশি, মারা গেছেন ৫৯৯ জন, যা গত কয়েক সপ্তাহের তুলনায় যথেষ্ট কম।

গভর্নর কুয়োমো বলেন, এত মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছে- এগুলো ভালো খবর নয়। তবে এর হার বৃদ্ধির চেয়ে নিষেধাজ্ঞা থাকাই ভালো। সংক্রমণের হার কমাতে সামাজিক দূরত্বে বেশ কাজ হচ্ছে।

new-york

এদিকে, যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৬৭১ জন।

সূত্র: ডেইলি মেইল

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।