সৌদিতে আরও ৪৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪০২
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৪০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৪ হাজার ২২৫ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৯ জন। এ নিয়ে সৌদিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৮ জনে। নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৪ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৬০ জন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৯ হাজার ৭৬৭ জন। এদের মধ্যে দুই হাজার ২৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত প্রায় এক কোটি চার লাখ ৮৮ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সোয়া পাঁচ লাখের মতো মানুষ।
বিএ